মির্জাগঞ্জে আ.লীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সংঘর্ষ : আহত ২০


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৩ মে ২০১৭

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। বুধবার মজিদবাড়িয়া ইউনিয়ন সুলতানাবাদ হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

এসময় গুরুতর আহত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম চুন্নু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নিজামুল হক সেন্টু, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা ও মো. শাহাদাত হোসেনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. শাহীন মেলকারকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম সরোয়ার কিছলুর সভাপতিত্বে স্থানীয় সুলতানাবাদ হাইস্কুল মাঠে ৩নং সুলতানাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের প্রস্তুতি নির্ধারিত দিন তারিখ ধার্য ছিল।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. খালেক মৃধা তার বক্তব্যে গোপন ভোটে কমিটি করার দাবি জানালে সভাপতির সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের ২০ জন আহত হয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম সরোয়ার কিছলু জানান, ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের শান্তিপূর্ণ সভায় আওামী লীগের বহিষ্কৃত নেতা আ. খালেক মৃধা পরিকল্পিতভাবে বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের নিয়ে এ হামলা চালায়।

এ দিকে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. খালেক মৃধা জানান, ওয়ার্ড কমিটি গঠনে প্রকাশ্যে ভোটাভুটি নিয়ে আমার সঙ্গে মো. গোলাম সরোয়ার কিছলু ভাইয়ের সেঙ্গে মতবিরোধ সৃষ্টি হলে তিনি তার লোকজন দিয়ে আমার এবং আমার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।