ছিনতাইয়ের প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধাকে মারধর


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৪ মে ২০১৭

নরসিংদীতে ছিনতাইয়ের প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম নামের এক সূর্য্যসন্তানকে মেরে আহত করেছে ছিনতাইকারীরা। আহত মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর এলাকায় নিজবাড়ির সামনে এক দোকানে মোবাইল ছিনতাই করার সময় প্রতিবাদ করায় এই ঘটনা ঘটে।

আহত মুক্তিযোদ্ধার সন্তান শরীফ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমাদের বাড়ির সামনে একটি দোকান থেকে এলাকার মাদকাসক্ত ছিনতাইকারী পাভেল ও বাবুল মোবাইল ছিনতাই করার চেষ্টা করছিল। সে সময় আমার বাবা মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এর প্রতিবাদ করলে ওই দুইজন ছিনতাইকারী আমার বাবার উপর চড়াও হয়ে এলোপাথারি লাথি ও কিল-ঘুষি মারতে থাকে।

পরে আমার বাবার ডাক চিৎকারে আশপাশের মানুষ আসতে থাকলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এসময় তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম পায়ের হাড় ভেঙে গিয়েছে। আজ বৃহস্পতিবার অপারেশন করা হবে।

অতি শিগগিরই এ ব্যাপারে থানায় মামলা করা হবে। এর উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।

সঞ্জিত সাহা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।