দিনাজপুরে পাসে এগিয়ে মেয়েরা জিপিএ-৫-এ ছেলেরা
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের দিক থেকে তিন বিভাগেই মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ ছেলেরা ভালো ফল করেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেন স্বাক্ষরিত ফলাফল থেকে জানা যায়, পাসের হারের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৮২ দশমিক ৩০ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৮৫. দশমিক ৭৬ শতাংশ। প্রকাশিত ফলে দেখা যায়, তিন বিভাগেই পাসের হারে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।
বিজ্ঞান বিভাগে মেয়ের পাসের হার ৯৪.১৩ শতাংশ, আর ছেলেদের পাসের হার ৯০.৮৪ শতাংশ। মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৮০.৫২ শতাংশ আর ছেলেদের পাসের হার ৭২.৬৩ শতাংশ। বাণিজ্য বিভাগে মেয়েদের পাসের হার ৯০.১৮ শতাংশ, আর ছেলেদের পাসের হার ৮৪.৪৩ শতাংশ।
তবে জিপিএ-৫-এর দিক থেকে ছাত্ররা এগিয়ে রয়েছে। জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী। যার মধ্যে ৩ হাজার ৯৩৪ জন ছাত্র, আর ২ হাজার ৯৯৫ জন ছাত্রী।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি