মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২


প্রকাশিত: ১১:৩০ এএম, ০৪ মে ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের ছামছুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০) ও মির্জাপুর উপজেলার বেগম দুল্যা গ্রামের ফালু মিয়ার ছেলে মো. মোবারক (৩০)। এদের নামে মির্জাপুর থানায় ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এস এম এরশাদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।