এসএসসিতে পাবনা ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৪ মে ২০১৭

পাবনায় এবারও এসএসসি পরীক্ষায় সহস্রাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে পাবনা ক্যাডেট কলেজ বরাবরের মত এবারেও ঈর্ষনীয় ফলাফল করেছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫০ ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এছাড়াও প্রতি বছরের মত এবারও শতভাগ পাস করে চমক দেখিয়েছে পাবনা কালেক্টারেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১১৯ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। পাবনা জেলা স্কুল থেকে ২৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২০২ জন। একজন ছাত্র ফেল করায় পাসের হার দাঁড়িয়েছে শতকরা ৯৯.৫ ভাগ। পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২০০ ছাত্রী। একজন ছাত্রী অকৃতকার্য হওয়ায় পাশের হার দাঁড়িয়েছে শতকরা ৯৯.৬৬ ভাগ।

বেড়ার আলহেরা একাডেমি থেকে ১০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। পাসের হার শতভাগ। পাবনার ঈশ্বরদী ইক্ষু গবেষণা স্কুল থেকে ৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। পাসের হার শতভাগ।

এদিকে পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ সেলিমা আহমেদ জানান, কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা এ ফলাফলের পেছনে কাজ করেছে।

পাবনা কালেক্টারেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ জানান, শতভাগ সাফল্য পাওয়ায় তারা সন্তষ্ট। এই ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন কাজ করেছে।

একে জামান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।