ভৈরবে বিদ্যুতের বিধ্বস্ত টাওয়ারের অপসারণ কাজ শুরু


প্রকাশিত: ১০:২৮ এএম, ০৫ মে ২০১৭

কিশোরগঞ্জের ভৈরবে আশুগঞ্জ-সিরাজগঞ্জ বিদ্যুতের সঞ্চালন লাইনের বিধ্বস্ত টাওয়ারের অপসারণ কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. আহমেদ কায়কাউস মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল নিয়ে শুক্রবার ভৈরব এলাকা পরদর্শন করেন।

তিনি জানান, আগামী চার মাসের মধ্য বিধ্বস্ত টাওয়ারটি মেরামত কাজ শেষ করা হবে। টাওয়ারের মেরামত কাজ শুরু করার আগে লণ্ডভণ্ড টাওয়ারটি অপসারণ করতে হবে এবং পরে নতুন করে টাওয়ারের কাজ শুরু করা হবে।

এ সময় পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের ( পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বিরুনী, প্রধান প্রকৌশলী দেবাশীষ দাস, নির্বাহী পরিচালক এমদাদুল ইসলাম, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান, পিজিসিবির ঠিকাদার আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ও বিদেশি ঠিকাদার কোম্পানির প্রতিনিধি লি জেন সু উপস্থিত ছিলেন।

২৩০ কেভির সঞ্চালন লাইনটি ১৪২ কি. মি. বলে জানা গেছে। গত সোমবার রাতে কালবৈশাখীর তাণ্ডবে ভৈরবের কালীপুর এলাকার মেঘনা নদীর পাড়ে বিদ্যুতের টাওয়ারটি ভেঙে পড়ে। ফলে বিদ্যুতের জাতীয় গ্রিডের আশুগঞ্জ-সিরাজগঞ্জ সঞ্চালন লাইন এ দিনই বন্ধ হয়ে যায় এবং দেশের ৮টি জেলায় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে।

মেঘনা নদীর ওপর তারের ব্যলেন্স ঠিক রাখতে ভৈরব পাড়ের টাওয়ারটির সঙ্গে আশুগঞ্জ পাড়ের টাওয়ারটিও নতুন করে মেরামত করতে হবে বলে জানান প্রকৌশলীরা।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।