সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারই মুখ্য : মওদুদ


প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৫ মে ২০১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সুষ্ঠু, অবাধ ও সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জন্যে নির্বাচন কমিশন মুখ্য নয়। নির্বাচনকালীন সরকার কি ধরনের হবে সেটিই মুখ্য বিষয়। সেজন্য একদিকে আন্দোলন চলবে, অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি চলবে।

শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মওদুদ আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের ফলে বাংলাদেশের মাটিতে একদলীয় নির্বাচন আর হবে না। এই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে। এই নির্বাচনে দেশের মানুষ সরকারের দুর্নীতি ও দুঃশাসনের জবাব দেবে।’

প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘আগামীতে এমন নির্বাচন করতে হবে যে নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফল ঘটবে। জনগণের ইচ্ছার প্রতিফল না হলে নির্বাচন অর্থবহ হবে না এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে না।’

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায়  এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

মিজানুর রহমান/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।