নোয়াখালী সাংবাদিক ইউনিটি কার্যালয়ে আলোচনা সভা
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সারা দেশের মতো নোয়াখালীতেও নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে। রোববার রাতে স্থানীয় ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংগঠন নোয়াখালী সাংবাদিক ইউনিটি কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল। আলোচনায় বক্তব্য রাখেন, সময় টিভির জেলা প্রতিনিধি ও ইউনিটির সাবেক সভাপতি সাইফুল্যাহ কামরুল, নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি ও ইউনিটির সাবেক সভাপতি মুহাম্মদ হানিফ ভুঁইয়া, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ও ইউনিটির সদস্য রুদ্র মাসুদ, দৈনিক অবজার্ভারের জেলা প্রতিনিধি ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এটিএস দ্বীন মোহাম্মদ, ইউনিটির কোষাধ্যক্ষ এমজি বাবর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিটির সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আনোয়ারুল করিম মানিক. দৈনিক দিনকালের প্রতিনিধি এম এস জামাল, বণিক বার্তার প্রতিনিধি অমৃত লাল ভৌমিক সুমন, চ্যানেল নাইন ও বাংলা নিউজ ২৪ ডট কমের প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাইদুজ্জামান রাজু।
সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন, তথ্য প্রাপ্তি, নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
মিজানুর রহমান/এমজেড/পিআর