নরসিংদীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ
নরসিংদীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাহাত সরকারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে নরসিংদীর সীমান্ত এলাকা আব্দুলাপুর সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাহাত (২৫) পৌর শহরের রাঙামাটি মহল্লার জসিম মিয়ার ছেলে। নিহত রাহাতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নরসিংদীর সীমান্ত এলাকা আব্দুলাপুর গ্রামের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।
মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। নিহত রাহাত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সঞ্জিত সাহা/এএম/পিআর