বয়লার বিস্ফোরণে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৭ মে ২০১৭

দিনাজপুরে যমুনা অটোরাইস মিলে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় হতাহত ২১টি পরিবারের সদস্যদের মাঝে প্রথম দফার ৫০ হাজার  টাকা করে নগদ অর্থ সাহায্য দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু।

সরকারের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে অনুদানের ৩ কোটি সোয়া ১৬ লাখ টাকার মধ্যে প্রথম দফায় এ টাকা তুলে দিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহত ১৭ জনের পরিবারকে ৮ লাখ ৫০ হাজার টাকা এবং আহত ৪ জনের স্বজনদের হাতে আরও দুই লাখ টাকা তুলে দেন তিনি। অনুদানের অবশিষ্ট টাকা চলতি মাসের শেষে দেয়া হবে বলে জানানো হয়।

যমুনা অটোরাইস মিলে গত ১৯ এপ্রিল ওই দুর্ঘটনায় ১৯ জন চাতাল শ্রমিকসহ দুইজন ট্রাক শ্রমিক হতাহত হয়েছেন। এর মধ্যে ১৭ জন মারা গেছে। অন্য চারজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম।

কেন্দ্রীয় জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়া লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, জাতীয় পার্টির দিনাজপুরের সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, চেম্বার সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, শ্রমিকলীগ দিনাজপুর সভাপতি আবুল হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের শহীদুল ইসলাম শহিদুল্লাহ, চারকল মালিক গ্রুপের সভাপতি সারোয়ার আসফাক লিয়ন, উপস্থিত আহত-নিহতদের পরিবারের পক্ষে জর্জেস সোহেল প্রমুখ।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।