পটুয়াখালীতে পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা


প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৯ মে ২০১৭

পটুয়াখালী শহরের নিউ মার্কেট মাছ বাজারে বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে দুই খুচরা মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে সদর উপজেলার নির্বাহী অফিসার মো. বাকাহীদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পিরানহা মাছসহ কল্যাণ কলস ইউনিয়নের জিয়া মেল্লার ছেলে খুচরা মাছ ব্যবসায়ী অমিত মোল্লা (১৬) ও সদর উপজেলার খলিসাখালী গ্রামের খলিল মোল্লার ছেলে রতন মোল্লাকে (২০) আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

piranha

সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাকাহীদ হোসেন জাগো নিউজকে বলেন, বিক্রয় নিষিদ্ধ এসব মাছ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেনে শুনেও যে সব ব্যবসায়ী এসব মাছ বিক্রি করবে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।