দিনাজপুরে জবাই করা লাশ উদ্ধার


প্রকাশিত: ০৫:১৫ এএম, ০৫ মে ২০১৫

দিনাজপুরের চিরিরবন্দরে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯ টায় চিরিরবন্দরের রাণীরবন্দর নশরতপুর ইউনিয়নের গোঘাটা নামক স্থান থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।

চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস জানান, অজ্ঞাত দুস্কৃতিকারীরা তাকে জবাই করে রাণীরবন্দর নশরতপুর ইউনিয়নের গুড়িয়াপাড়া গোঘাটা নামক স্থানে রাস্তার ধারে ফেলে দিয়ে যায়। তার পরনে দুইটি লুঙ্গি এবং ১টি শার্ট ছিল। তার মুখ ভর্তি গোঁফ ছিল। তার বাম হাতের তালুতে লাল রংয়ের কালি দিয়ে জে প্লাস এ লেখা আছে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেউ তাকে অন্যত্র হত্যা করে এখানে ফেলে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত সাবেদুর রহমান নামে এক অটোরিক্সা চালক নিহতকে সনাক্ত করেছে। সাবেদুর রহমান জানিয়েছেন তার নাম মো. জুয়েল। তার বাড়ী দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্তে। সে দীর্ঘদিন শহরের বড়মাঠ এলাকার সিএ্যান্ডবি মোড়ের একটি মটর গ্যারেজে কাজ করতো। আমরা সেই সূত্র ধরে লাশের সঠিক পরিচয় বের করার চেষ্টা করছি।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।