সাদুল্যাপুরে রৌপ্যমুদ্রা কারবারী চক্রের প্রধান আটক


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৫ মে ২০১৫

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নকল রৌপ্যমুদ্রা কারবারী চক্রের প্রধান নুরু মণ্ডল (৪৫) ও তার সহযোগী আনছার আলীকে (৪০) আটক করেছে পুলিশ।  সোমবার রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি তাজপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু নকল রৌপ্যমুদ্রা উদ্ধার করা হয়।

নুরু মণ্ডল দড়ি তাজপুর গ্রামের আব্বাস আলী মণ্ডলের ছেলে ও আনছার আলী বদলখাঁ গ্রামের মৃত মফিজ মণ্ডলের ছেলে।

সাদুল্যাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ খুররম জানান, দীর্ঘদিন ধরে নুরু মণ্ডল নকল রৌপ্যমুদ্রার কারবার করে আসছিলেন। ওই চক্রের নারী-পুরুষ সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে বাসা-বাড়ি, রিক্সা ও শ্রমিকের কাজ করে লোকজনের সঙ্গে সম্পর্ক গড়েন। এক পর্যায়ে তারা রৌপ্যমুদ্রা দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিলেন। এ নিয়ে নুরু মণ্ডলের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।

তিনি আরো জানান, নুরু মণ্ডডলের আপন ভাই মোতালেব মিয়া নাম পরিবর্তন করে হযরত আলী নামে চট্রগ্রামের রাউজান উপজেলায় শ্রমিকের কাজ নেয়। এসময় গোহিরা এলাকার জাফর মিয়ার ছেলে এনজিও কর্মী মাসুদ মিয়ার সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলেন মোতালেব। রৌপ্যমুদ্রা দেওয়ার কথা বলে মাসুদকে নিজ বাড়িতে ডাকেন মোতালেব। মাসুদ মিয়া রাতারাতি বড়লোক হওয়ার লোভে তার দুই বন্ধুসহ সোমবার সকালে মোতালেবের বাড়িতে আসেন। গোপন সূত্রে খবর পেয়ে মোতালেবের বাড়িতে অভিযান চালিয়ে নুরু মণ্ডল ও সহযোগী আনছার আলীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোতালেব পালিয়ে যান।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।