ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জালাল মিয়া (৩৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জালাল মিয়া সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, সকালে একটি সংঘর্ষের মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জালাল মিয়াকে কাদৈর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম