নরসিংদীতে রাহাত হত্যার ঘটনায় মামলা


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১০ মে ২০১৭

নরসিংদীতে রাহাত সরকার (২৫) নামে এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার মাধবদী থানায় রাহাত সরকারের বোন সুমা আক্তার বাদী হয়ে এই মামলা করেন।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এসএম কাইয়ুমকে। অন্য অভিযুক্তরা হলেন, এসএ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি সজল ভূইয়া, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাখ মিয়া এবং রাজন মিয়া। রাজন জনপ্রতিনিধি লাখ মিয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

অভিযোগ বিষয়ে এস.এম কাইয়ুম বলেন, আমি নরসিংদী জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছি। গেল পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। নানা কারণে নিজ দলের একটি পক্ষের রোষানলে আছি। এই মামলায় আসামি হওয়ার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে।

তিনি বলেন, রাহাত স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত। ৭ মে নরসিংদী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আগের দিন রাহাত দলবল নিয়ে আমার বাড়িসহ আরও বেশ কয়েকজন নেতা-কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।

আসামি হওয়ার ব্যাপারে সাংবাদিক সজল ভূইয়া বলেন, কাইয়ুম আর আমার বাড়ি একই এলাকায়। কাইয়ুম আমার ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক অনুসারী। কাইয়ুমের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে, এটিই আমার অপরাধ। আসামি বানানোর পেছনে এই ইস্যুটি কাজ করেছে।

ব্রাহ্মন্দি ইউপি চেয়ারম্যান লাখ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাহাত নরসিংদী পৌর শহরের উত্তর সাটিরপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। রাহাত নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিতেন। শনিবার রাতে আব্দুল্লাহ বাজার ঈদগাহের কাছ থেকে রাহাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, রাহাত হত্যার ঘটনায় হত্যা মামলার এজহারে চারজনের নাম উল্লেখ আছে। আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এছাড়া রাহাত সরকারের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন আইনে ৬টি মামলা রয়েছে বলে জানান ওসি।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।