ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১১ মে ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডিম ভেঙে সি.পিসহ বহুজাতিক কোম্পানিগুলোর দৌরাত্ম্য ও ষড়যন্ত্র বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে। সমাবেশে খামারি শওকত মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম আব্দুল আওয়াল, খামারি নেতা সাবেক সল্লা ইউপি চেয়ারম্যান শামীম, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মিল্টন সিদ্দিকী প্রমুখ।

মানববন্ধন শেষে রাস্তা অবরোধ করে ডিম ভেঙে প্রতিবাদ জানায় খামারিরা। এ সময় খামারিরা বলেন, সি.পিসহ বহুজাতিক কোম্পানিগুলোর বাণিজ্যিকভাবে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করতে হবে। ডিম ও মুরগির মাংসের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। মুরগির খাদ্য মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে। এছাড়া অবিলম্বে উৎপাদিত ডিম ও মুরগি রফতানি করার দাবি জানান তারা।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।