পাবনায় জমি নিয়ে বিরোধে গুলিবিদ্ধ ১৩


প্রকাশিত: ১০:৫১ এএম, ১৩ মে ২০১৭

পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার দ্বীপচর লাউদারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দ্বীপচর লাউদারা গ্রামের রহিম প্রামানিক ও তার ছেলে রানা প্রামানিকের সঙ্গে একই গ্রামের নজরুল ইসলাম ও হাবিবুর রহমানের মধ্যে ২০০৪ সাল থেকে একটি জমি নিয়ে বিরোধ চলছিল।

এরই জেরে শনিবার দুপুরে রহিম প্রামানিকের লোকজন হাবিবুর রহমানের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ মেহেদী (১৯),জহুরুল (৩২), রুবেল (২৮), আলামিন (৩০), আকাশ (২৪), রঞ্জু (২৮), রোহান (১৫), হিমেল (১৯), লিলি (৬০), ফজলু (৭৫), স্বাধীন (২১), রনি (২৫), আশরাফকে (৩৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি শান্ত। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একে জামান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।