যুক্তরাষ্ট্রে নিহত দুলালের পরিবারে শোকের মাতম


প্রকাশিত: ০৯:২২ এএম, ১৪ মে ২০১৭

ভৈরবের প্রবাসী আতাউর রহমান দুলাল ( ৩৭) গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘনায় নিহত হন। এসময় তার সঙ্গে ভৈরবের আরেক প্রবাসী মো. আল আমিন মোল্লা ( ৩৬) গুরুতর আহত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মুমূর্ষু অবস্হায় চিকিৎসাধীন রয়েছেন।

এ খবর ভৈরবে পৌছঁলে তাদের দুই পরিবার নির্বাক ও শোকে স্তব্ধ হয়ে গেছে। রোববার সকাল থেকে নিহত দুলালের বাড়িতে চলছে শোকের মাতম। তিনি ৫ বছর যাবত স্ত্রী নিয়ে আমেরিকা প্রবাসী।

দুলালের পরিবারের বড় আশা ছিল সে প্রবাসে থেকে আয় রোজগার করে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবে। কিন্ত সেই আশা ধূলিসাৎ হয়ে গেছে। তার স্ত্রী আকলিমা খানম জেমি আমেরিকায় মরদেহের পাশে বসে শুধু কাঁদছে। নিহত দুলালের বাড়ি ভৈরবের জগমোহন পুর গ্রামে। তার বাবার নাম মরহুম সমসের আলী। তারা তিন ভাই ২ বোন। ভাইবোনের মধ্য সে তৃতীয়।

এছাড়া আহত মো. আল আমিন মোল্লার বাড়ি ভৈরব শহরের চন্ডিবের গ্রামে। তার বাবার নাম মরহুম শওকত আলী মোল্লা। তারা ৮ ভাই ৭ বোন। সে ৭ বছর যাবত যুক্তরাষ্ট্র প্রবাসী। গত দুই বছর আগে সে বিয়ে করে নববধূকে বাড়িতে রেখে গেছে। আজ বাড়িতে গিয়ে দেখা যায়, নববধূ শোকে স্তব্দ।

নিহত দুলালের পরিবারের দাবি মরদেহটি যেন এদেশে আনার ব্যবস্হা করে সরকার। অপরদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত আল আমিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

আসাদুজ্জামান ফারুক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।