উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টা পরিবহন কর্মবিরতির ঘোষণা


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৪ মে ২০১৭

অবিলম্বে ৭ দফা বাস্তবায়নের দাবিতে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাঙ্ক লরি, ক্যার্ভাডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটি ৪৮ ঘণ্টার কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই কর্মসূচি ঘোষণা করেন। এসময় তারা বলেন, দাবি মানা না হলে ঈদের পর লাগাতার পণ্য পরিবহন কর্মবিরতি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাঙ্ক লরি, ক্যার্ভাডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম বলেন, গাড়ির কাগজপত্র দেখার অজুহাতে ভ্রাম্যমাণ আদালতের নামে সার্জেন্ট ও হাইওয়ে পুলিশ মালবাহী গাড়ি পুলিশ লাইনে নিয়ে আটকে রেখে পরে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেয়।

নেতৃবৃন্দ, সড়কে কাগজপত্র দেখার নামে পুলিশি হয়রানি বন্ধ ও গাড়ির বাম্পার-এ্যাঙ্গেল খোলার আদেশ প্রত্যাহার ও সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা দাবিতে দিনাজপুরসহ উত্তরবঙ্গে আগামী ২১ মে থেকে ৪৮ ঘণ্টার জন্য পণ্য পরিবহন কর্মবিরতির ডাক দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দিনাজপুর ট্রাক মালিক গ্রুপের সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু, দিনাজপুর ট্রাক-ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী, যুগ্ম সম্পাদক মানিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নয়ন উদ্দীন, সদস্য জহির উদ্দীন প্রমুখ।

এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।