খোকনের মুক্তির দাবিতে নরসিংদীতে বিক্ষোভ


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৪ মে ২০১৭

নরসিংদী বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে বিক্ষোভ সভা ও মিছিল করা হয়েছে।

রোববার বিকেলে জেলা যুবদলেরর উদ্যোগে চিনিশপুর জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সভা করেন। সভা শেষে বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করে নেতাকর্মীরা।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলের মহাসড়কে গিয়ে শেষ হয়। জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুতের সভপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, যুবদলের যুগ্ম-আহ্বায়ক এনামুল হক ইলিডন, শাহেন শা শানু প্রমুখ।

এ সময় বক্তারা খায়রুল কবির খোকনের বিরুদ্ধে দায়ের সকল মামলাকে মিথ্যা মামলা অভিহিত করে তার দ্রুত মুক্তির দাবি জানান। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।