লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৬ মে ২০১৭

লক্ষ্মীপুরের রামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মনির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইদুর রাহমান গাজী এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুর গ্রামে ২০১২ সালে ১৭ নভেম্বর সকালে দুই লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রী কুসুম আক্তারকে স্বামী বসতঘরে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার দিন বিকেলে নিহতের বাবা জামাল মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় মনিরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মনির ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। পরের বছরের ২০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত নিহতের ৫ বছর বয়সী ছেলে আকাশসহ ১০ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

কাজল কায়েস/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।