লক্ষ্মীপুরে নৌকাডুবিতে দুই জেলের মৃত্যু


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৬ মে ২০১৭

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ শিকারের সময় কালবৈশাখী ঝড়ে নৌকাডুবিতে দুই জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলেন- উপজেলার বালুর চর গ্রামের হারুনের ছেলে বাগন আলী (১৫) ও একই এলাকার নুর নবী (৪২)। এ ঘটনায় মো. হেলাল (৩২) নামের আরেক জেলে নিখোঁজ রয়েছেন।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এ ব্যাপারে রামগতি থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বলেন, রাতে মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকা ঝড়ের কবলে পড়ে। এতে নৌকা উল্টে চার জেলে নদীতে পড়ে যান। তাৎক্ষণিক তিন জেলে নদীতে ডুবে যায়। একজনকে অন্য নৌকার জেলেরা উদ্ধার করেন। সকালে দুই জেলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করলেও এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন। তার খোঁজে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

কাজল কায়েস/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।