সংস্কার কাজ দেখতে গিয়ে লক্ষ্মীপুরের পৌর মেয়র আহত
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ মো. আবু তাহের শহরের প্রধান সড়কে রহমতখালী নদীর ওপর নির্মাণাধীন গার্ডার ব্রিজ সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে পা-পিচলে পড়ে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে প্রথমে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েক মাস যাবত বাজারের ব্রিজ নির্মাণ কাজ চলছে। প্রায় সময় পৌর মেয়র আবু তাহের তা দেখতে আসেন। এদিন বিকেলে ব্রিজের কাজ দেখতে এসে কাঠের উপর পা দিলে পিচলে নিচে পড়ে যান।
এতে তিনি গুরুতর আহত হন। তিনি মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ। এমআরআই করার পর প্রকৃত অবস্থা জানা যাবে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে তিনি জানান।
এদিকে পৌর মেয়রের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের চারপাশে হাজারো মানুষের ভিড় জমে হাসপাতাল প্রাঙ্গনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে হিমশিম খেতে হয়।
কাজল কায়েস/এমএএস/আরআইপি