লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৮ মে ২০১৭
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নোয়াখালীর চাটখিলের চয়ানী টকবা গ্রামের আবদুল করিমের ছেলে রাছেল ও লক্ষ্মীপুরের উত্তর জয়পুর গ্রামের নুরুল আমিনের ছেলে বাবলু।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী রাছেল ওরফে কালা রাছেল ও বাবলুকে গ্রেফতার করা হয়। এ সময় একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, ১১পিস ইয়াবা এবং কিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, রাছেল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও চাটখিল থানায় হত্যা ও ডাকাতিসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

কাজল কায়েস/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।