লক্ষ্মীপুরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৮ মে ২০১৭

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে বৈশাখী ঝড়ের কবলে পড়ে মাছধরার ট্রলার ডুবে নিখোঁজ জেলে মো. হেলালের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কমলনগর উপজেলার চরফলকন লুধুয়া মাছঘাট এলাকার নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা। নিহত হেলাল রামগতির আলেকজান্ডার ইউনিয়নের চরডাক্তার এলাকার মো. মোস্তফার ছেলে।

আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে আহমদ উল্যা জানান, সকালে কমলনগরের লুধুয়া নদী এলাকায় হেলালের মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা উদ্ধার করেন।

এর আগে গত সোমবার রাতে রামগতির চর আবদুল­াহ এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে তিন জেলে নিখোঁজ হয়। এদের মধ্যে মঙ্গলবার সকালে মো. নুরনবী (৪২) ও বাগন আলী (১৫) নামে দুই জেলের মরদেহ উদ্ধার করা হলেও হেলাল নামে অপর জেলে নিখোঁজ ছিল।

কাজল কায়েস/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।