সকালে গ্রেফতার রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাছেল ওরফে কালা রাছেল নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাছেলকে ওইদিন সকালেই গ্রেফতার করেছিল পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত রাছেল পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে হত্যাসহ ২০টি মামলা রয়েছে।
রাত দুইটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ও নোয়াখালীর চাটখীলের সীমান্তবর্তী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাছেল নোয়াখালীর চাটখিলের চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতার রাছেলের তথ্যমতে রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি চালায়। একপর্যায়ে তার সহযোগীদের গুলিতে রাসেলের মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে রাছেলের এক স্বজন দাবি করেন, বন্দুকযুদ্ধের ঘটনা সঠিক নয়, পুলিশ তাকে গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, নিহত কালা রাছেল পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাটখিল ও চন্দ্রগঞ্জ থানায় হত্যা, সন্ত্রাসী কর্মকান্ড ও ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১১টি ইয়াবাসহ রাছেল ও মো. বাবলু নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। বাবলু জয়পুর গ্রামের নুরুল আমিনের জেলে। তিনি থানা পুলিশ হেফাজতে রয়েছেন।
কাজল কায়েস/এফএ/পিআর