লক্ষ্মীপুরে ইয়াবাসহ ইউপি সচিব আটক
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন (ইউপি) পরিষদের সচিব শরিফ হোসেন ওরফে শিবলুকে (৩৭) আটক করেছে পুলিশ। এসময় তার কাছে ১২ পিস ইয়াবা পাওয়া যায়।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শহিদ উল্যার ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সময় উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম একদল পুলিশ নিয়ে ওই গ্রামে অভিযান চালায়। এসময় ইয়াবাসহ শরিফকে আটক করা হয়।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানিয়েছেন, সচিব শরিফ নেশাগ্রস্ত। তিনি সব সময় নেশা করেন। অফিসে তিনি প্রায়ই অসংলগ্ন কথাবার্তা বলতেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ ঘটনায় এসআই রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কাজল কায়েস/এফএ/পিআর