ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:৪৮ এএম, ২১ মে ২০১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আলফাডাঙ্গার তন্ময় উদ্দৌলাকে ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত ১৭ মে তন্ময় নিজের উপজেলা আলফাডাঙ্গায় এক স্থানীয় সাংবাদিককে প্রচণ্ড মারধর করে। আহত ওই সাংবাদিক এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি ধারাবাহিকভাবে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রচার হচ্ছে। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় তন্ময়ের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশের চিঠিতে আরও বলা হয়, এর আগের বেশ কয়েকবার দলীয় পরিচয় ব্যবহার করে তন্ময় এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাকে বিভিন্ন সময় দলের পক্ষ থেকে সতর্ক করা হলেও কাজ হয়নি।

জানতে চাইলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশাত মাহমুদ শামীম বলেন, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে তন্ময়ের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে যে তথ্য পাওয়া গেছে তা উদ্বেগজনক। এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। দলের কথা বিবেচনা করেই তন্ময়কে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, কোনো নেতাকর্মীর কারণে ছাত্রলীগের ভাবমূর্তির সংকট তৈরি হলে সেটা মেনে নেয়া যায় না। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

গত ১৭ মে তন্ময় উদ্দৌলা ঢাকাটাইমস২৪ ডটকমের স্থানীয় প্রতিনিধি মুজাহিদুল ইসলাম নাঈমের ওপর সন্ত্রাসী হামলা চালায়। আলফাডাঙ্গা সদরের কলেজ রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ১৮ মে থানায় মামলা হয়।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।