গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের শতবর্ষ পূর্তি
গাইবান্ধা পাবলিক লাইব্রেরী অ্যান্ড ক্লাবের শতবর্ষ পূর্তি ও নব নির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে শুক্রবার নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিজস্ব মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সভাপতি জেলা প্রশাসক এহছানে এলাহী।
প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শতবর্ষ পূর্তি ও অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক ডা. শহীদুজ্জামান হারুন, পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উদযাপন কমিটির সদস্য সচিব রণজিৎ বকসী সূর্য, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমোতোষ সাহা, ক্রীড়া উপপরিষদের আহ্বায়ক গোলাম মারুফ মনা, অমিতাভ দাশ হিমুন, জিয়াউর রহমান হেনরী, নিয়াজ রহমান লোটন, কামরুল হাসান সেলিম, খন্দকার নিপন, বাপী কুমার দাস, সাংস্কৃতিক উপপরিষদের আহ্বায়ক আরিফুল ইসলাম বাবু।
উদ্বোধনের সময় জেলা প্রশাসক এহছানে এলাহী বলেন, গাইবান্ধাবাসী ও পাবলিক লাইব্রেরির সদস্যদের সহযোগিতায় দীর্ঘ সময়ের স্থবিরতা কাটিয়ে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সংগঠনের ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি সংগঠনকে গতিশীল করতে গাইবান্ধাবাসীকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
প্রতিযোগিতায় গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণির শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এদিকে সন্ধ্যায় এই উপলক্ষে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
অমিত দাশ/এমজেড/এমএস