বরিশালে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
বরিশাল লঞ্চঘাট থেকে হেরোইন ও ইয়াবাসহ আটক জাহাঙ্গীর মাতুব্বর (৩৬) নামে এক যুবককে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ বছরের সশ্রম করাদণ্ড এবং একইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর শরিয়তপুর জেলার ছোট সন্দিপ এলাকার মৃত তৈয়ব আলী মাতুব্বরের ছেলে।
আদালতের পাবলিক প্রসিউকিউটর (পিপি) অ্যাড. মো. গিয়াস উদ্দিন কাবুল মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ১৮ জুন গোপন সংবাদ পেয়ে র্যাব-৮ এর সদস্যরা বরিশাল লঞ্চঘাটে পার্কিং করা অবস্থায় একটি গাড়িতে অভিয়ান চালায়। এসময় ৩৬ গ্রাম হেরোইন ও ১৪৮টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন জাহাঙ্গীরকে। ওদিন র্যাবের ডিএডি শাহিনুর রহমান কোতোয়ালি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই হেলালুজ্জামান একই বছরের ২৯ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন জাহাঙ্গীরের বিরুদ্ধে। আদালত ৮ জনের সাক্ষগ্রহণ শেষে এ দণ্ড প্রদান করেন।
সাইফ আমীন/এফএ/জেআইএম