নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত
প্রতীকী ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে ঢাকাগামী বাসের চাপায় সাবেক ইউপি চেয়ারম্যান আহাদ আলী মন্ডল আনি (৬৫) নিহত হয়েছেন।
সোমবার দুপুর পৌনে ৩টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কের দলারদরগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি নবাবগঞ্জ উপজেলার ৪নং শালখুরিয়া ইউনিয়নের তিখুর গ্রামের মৃত আয়তুল্লাহ শেখের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়, আহাদ আলী মন্ডল আনি মোটরসাইকেলযোগে দলারদরগা বাজারে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল এন্টার প্রাইজ বাসটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ইউপি চেয়ারম্যান আহাদ আলী মন্ডল আনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দলার দরগা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমদাদুল হক মিলন/এএম/এমএস