মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ


প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৪ মে ২০১৭

পোল্ট্রি শিল্প রক্ষায় ৬ দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে ৬ জেলার পোল্ট্রি ব্যবসায়ীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সিলেট, মৌলভীবাজার, বি-বাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার পোল্ট্রি ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।

পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন ভৈরবের সভাপতি মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পোল্ট্রি জাতীয় খামার রক্ষা সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জাহিদুল হক, সভাপতি ফয়েজ রাজা চৌধুরী, কিশোরগঞ্জের পোল্ট্রি ব্যবসায়ী সাদেকুর রহমান, মৌলভীবাজারের মাহমুদুল হাসান, ভৈরব পৌল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূরুল আলম সোহেল প্রমুখ। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী খামারিরা মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, পোল্ট্রি খাদ্য ও বাচ্চার লাগামহীন মূল্যবৃদ্ধি হওয়ায় খামারি ও ডিলাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পোল্ট্রি শিল্প দিনদিন ধ্বংস হয়ে যাচ্ছে। ১ দিনে বয়লার বাচ্চা ৭৫ টাকা এবং লেয়ার ৯৫ টাকা হওয়ায় খামারিরা ৮০ ভাগ লোকসান গুনতে হচ্ছে।

এতে অনেক খামার বন্ধসহ সর্বস্বান্ত হয়ে পড়েছে খামারিরা। অতি শিগগিরই সরকার খামারিদের বিশেষ ভর্তুকি ব্যবস্থাসহ পোল্ট্রি খাদ্য ও বাচ্চার দাম কমিয়ে প্রতিটি ডিমের মূল্য সাড়ে ৭ টাকা এবং ১ দিনের বাচ্চার মূল্য সর্বোচ্চ ৩০ টাকা করার দাবি জানান ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে ভৈরব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।