ঘরে স্ত্রীর বাইরে পড়ে আছে স্বামীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৬ মে ২০১৭

নরসিংদীর মনোহরদীতে স্বামী-স্ত্রীকে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বিত্তরা। শুক্রবার দুপুরে জেলার মনোহরদী উপজেলার লামপুর গ্রামের পূর্ব পাড়ার নিজবাড়ি থেকে নিহত মমতাজ বেগম (৫৫) ও বাড়ির পাশে কৃষি জমি থেকে স্বামী ইব্রাহীম মিয়ার (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মনোহরদী উপজেলার লামপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার একটি কৃষি জমিতে ইব্রাহীম মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে মনোহরদী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এরই মধ্যে নিহতের বাড়িতে খবর দিতে গেলে ভেতর থেকে তার ঘর বন্ধ পাওয়া যায়।

ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এসময় জানালার ফাঁক দিয়ে রক্তাক্ত অবস্থায় মমতাজ বেগমকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা প্রথমে মমতাজ বেগমকে জবাই করে হত্যার পর বাড়ির অদূরে কৃষি জমিতে নিয়ে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি রহস্যজনক। স্ত্রীকে হত্যার পর ইব্রাহীম মিয়া আত্মহত্যা করেছেন নাকি তাদের মেরে ফেলা হয়েছে বিষয়টি পরিষ্কার নয়। তদন্ত করা হচ্ছে। অচিরেরই জোড়া হত্যার বিষয়টির রহস্যের উন্মোচন হবে।

সঞ্জিত সাহা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।