শ্যামল কান্তির মুক্তির দাবি দিনাজপুরে


প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৭ মে ২০১৭

নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের শিক্ষক সমাজ।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) দিনাজপুর জেলা শাখা।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক বদিউজ্জামান বাদল, সদস্য খন্দকার আশরাফুজ্জামান, পাঁচবাড়ী কলেজের শিক্ষক লাইফুর চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাতলুবুল মামুন, সহ-সভাপতি বুনু বিশ্বাস, সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাসউদ আলম প্রমুখ।

বক্তারা প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে দায়ের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার মুক্তি দাবি করেন। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।