দোলনায় ফাঁস লেগে শিশুর মৃত্যু


প্রকাশিত: ০২:০০ পিএম, ২৭ মে ২০১৭

দিনাজপুরে দোলনায় ফাঁস লেগে মোসলেমা খাতুন নামে চার মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে খানসামা উপজেলার বাসুলী গ্রামে এ ঘটনা ঘটে। মোসলেমা খাতুন ওই গ্রামের মো. বকুল হোসেনের মেয়ে।

শিশুটির মা সাফিনা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরে শিশুটিকে শোবার ঘরে রশির দোলনায় ঘুম পাড়িয়ে রেখে তিনি বাড়ির কাজ করছিলেন। দুপুর দেড়টার দিকে তিনি ঘরে গিয়ে দেখে শিশুটির মাথা দোলনার ফাঁকে আটকে গিয়ে গোটা শরীর ঝুলে আছে।

তিনি আরও জানান, শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য পরিদর্শক আবদুস সামাদের সহযোগিতায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটি মারা গেছে।

খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. নজমুল ইসলাম জানান, শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়।

খানসামা থানা পুলিশের এসআই তপন কুমার রায় বলেন, এ বিষয়ে কেউ তাদের জানায়নি। যেহেতু শিশুটির বয়স চার মাস, সেহেতু স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে পরামর্শ করেই হয়তো শিশুটিকে দাফন করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।