আখাউড়ায় ৮ দোকান পুড়ে ছাই


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২৯ মে ২০১৭
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারের পাশের একটি বাড়ির মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি বেকারি, দুইটি ফার্ণিচার, একটি মৎস্য খাদ্য, একটি ক্যাবল নেটওয়ার্ক ও বাকিগুলো মুদি মালের দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইনস্পেক্টর এএম মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকাল ৭টার দিকে আমরা মোগড়া বাজারের পার্শ্ববর্তী একটি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।