দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২৯ মে ২০১৭
প্রতীকী ছবি

দিনাজপুরের কাহারোলের রামপুরা নামক এলাকায় বাস ও অটোবাইকের সংঘর্ষে ২ জন নিহত ও প্রায় ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, কাহারোল উপজেলার বারো পাটিয়া গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের স্ত্রী জয়নব বেগম (৫৫) ও চিরিরবন্দর উপজেলার গছাহার গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাজেদুর রহমান (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী একটি বাস কাহারোলের রামপুরা নামক এলাকায় পৌঁছলে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ট্রাককে ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে খাদে ফেলে দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ নিহত ও আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধারের অভিযান চলছে। ওই সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান তিনি।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।