ফরিদপুরে শিশু হত্যায় ৩ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৬ জুন ২০১৭

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাজাপুরে শিশু তাজ মোহম্মদ (৮) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হেমায়েত হোসেন (২৬), শিপন সরদার (২৭), আক্তার মুন্সি (৩২)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন কুমার পাল জানান, ২০১১ সালের ১৬ জুলাই জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়ার রাজাপুর গ্রামের হারুন অর রশিদ ও হেলেনা ইয়াসমিনের শিশু সন্তান তাজ মোহাম্মদকে অপহরণ করে হত্যা করা হয়। শিশু তাজ মোহাম্মদ রাজাপুর কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার দিন শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে না আসায় তার বাবা-মা অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। পরে লোক মারফত জানতে পারেন হেমায়েত, শিপন ও আক্তার মুন্সি মোটরসাইকেলে করে শিশুটিকে নিয়ে গেছে।

বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করে শিশুটির পরিবার। পরের দিন বোয়ালমারী থানা পুলিশ আসামি হেমায়েতকে পাংশা জেলার লস্করদিয়া থেকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে হেমায়েত জানায়, শিশু তাজকে হত্যা করে পাংশা জেলার লস্কারদিয়া এলাকায় পাট খেতে ফেলে রেখেছে।

২০১১ সালের ১৮ জুন এ ঘটনায় শিশুটির বাবা হারুন অর রশিদ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি আদালতে হাজির ছিলেন। বাকীরা পলাতক রয়েছেন।

এ রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহত শিশু তাজের মা স্কুল শিক্ষকা হেলেনা ইয়াসমিন বলেন, আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য আমি উচ্চ আদালতের দ্বারস্থ হবো।

এস.এম. তরুন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।