প্রধান বিচারপতিকে ফেসবুকে কটূক্তি, ওসির মামলা দায়ের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মানহানিকর, অশ্লীল মন্তব্য ও কুৎসা রটানোর অভিযোগে বগুড়ার শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানায় ওসি শাহিদ মাহমুদ খান নিজে বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘স্বাধীন বিচার বিভাগ’ নামে একটি গ্রুপ পেজের অজ্ঞাত সকলকে অভিযুক্ত করা হয়েছে।
বগুড়ার আদালত পুলিশের পরির্দশক শাহজাহান আলী বলেন, ফেসবুকে ‘স্বাধীন বিচার বিভাগ’ নামে পেজ খুলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছবি ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছিল। এরপর বগুড়ার সিনিয়র চীফ জুডিশিয়াল আদালতের বিচারক আহসান হাবিব স্বপ্রণোদিত হয়ে এই মামলার নির্দেশ দেন।
এছাড়া ৩০ কার্যদিবসের মধ্যে ওই ফেসবুক গ্রুপের অ্যাডমিনসহ উস্কানিমূলক ও মানহানিকর পোস্টদাতা, মন্তব্যকারী এবং তথ্য আদান-প্রদানকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকেও (সিআইডি) নির্দেশ দেয়া হয়েছে।
আদেশে আরও বলা হয় শিবগঞ্জ থানার ওসি মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করে করবেন। এরপর অপরাধীদের শনাক্ত করে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তথ্যপ্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞ এমন কাউকে দিয়ে মামলাটি তদন্ত করে ৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির সদর দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।
বিচারক আহসান হাবিব উল্লেখ করেছেন, আদালতে অবস্থানকালে ফেসবুকে ‘স্বাধীন বিচার বিভাগ’ নামের ওই গ্রুপ পেজ তার নজরে আসে। এতে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অননুমোদিত প্রোফাইল ছবি ব্যবহার করে প্রধান বিচারপতি এবং প্রাতিষ্ঠানিকভাবে বিচারিক বিভাগ সম্পর্কে কুৎসা রটনা, হেয়প্রতিপন্ন করা এবং উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছে। যা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ২০০৬-এর ৫৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
শিবগঞ্জ থানা পুলিশের ওসি শাহিদ মাহমুদ খান বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নং ১১।
এমএএস/আরআইপি