শেরপুরে তথ্য প্রযুক্তি মামলায় ২ সাংবাদিক কারাগারে


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৬ জুন ২০১৭

শেরপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের পৃথক মামলায় স্থানীয় ২ সাংবাদিককে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, দৈনিক ইত্তেফাকের ঝিনাইগাতী প্রতিনিধি খোরশেদ আলম (৪৮) ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের স্থানীয় প্রতিনিধি জিয়াউল হক (৪০)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিপক্ষের সংবাদ সম্মেলনের পরিবেশিত খবরে আত্মসম্মানহানির অভিযোগে ঝিনাইগাতী উপজেলার মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিকের দায়ের করা মামলায় সোমবার রাতে উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয় সাংবাদিক খোরশেদ আলমকে।

মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া একটি ভিন্ন খবরে একই উপজেলার ছামিউল হক ফকির নামে এক ব্যবসায়ীর সম্মানহানির অভিযোগে দায়ের করা মামলায় নিম্ন আদালত থেকে জামিনে থাকা আসামি জিয়াউল হকের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার।

ওই দুই সাংবাদিকের পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মহলসহ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের রোষাণলের জের ধরে ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলমসহ তার অনুসারীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ২ সাংবাদিকের মুক্তি দাবি করেছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার।

হাকিম বাবুল/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।