গাইবান্ধায় ইয়াবাসহ দুই নারী আটক


প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৪ মে ২০১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩৯৩ পিস ইয়াবাসহ নুরজাহান বেগম (২৫) ও আনজিনা বেগম (৫০) নামে দুই নারীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৩ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করে।

নুরজাহান বেগম গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালী গ্রামের মঞ্জুরুল ইসলামের স্ত্রী ও আনজিনা বেগম মহিমাগঞ্জ ঝিরাই গ্রামের আবুল ইউসুবের স্ত্রী।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ইনচার্জ আশরাফ হোসেন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, নুরজাহান ও আনজিনা বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আনজিনার কাছ থেকে ৩৩৫ পিছ ও নুরজাহানের কাছ থেকে ৫৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার জন্য গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অমিত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।