ফুলছড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি চাই শীর্ষক কর্মশালা


প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৪ মে ২০১৫

গাইবান্ধার ফুলছড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি চাই শীর্ষক অধি-পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তাহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আকরাম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল­াহিশ শাফী, যুব উন্নয়ন অফিসার তাজুল ইসলাম আলবেরুনী, মহিলা বিষয়ক অফিসার নাহিদ সুলতানা, পরিসংখ্যান অফিসার আমিরুল ইসলাম, বাহারাম খান, রণজিৎ কুমার পাল, রেজাউল হক মন্ডল, লাভলী খাতুন, প্রকল্পের নারী সদস্য সেলিনা বেগম, রুপালী বেগম, সুফিয়া খাতুন প্রমুখ।

অমিত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।