পঞ্চগড়ে চাল নিয়ে উধাও ট্রাক ফুলবাড়ীতে উদ্ধার


প্রকাশিত: ০২:০৫ পিএম, ১০ জুন ২০১৭

পঞ্চগড় থেকে সরকারি গোডাউনের চাল নিয়ে উধাও হওয়া ট্রাক দিনাজপুরের ফুলবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উধাও হওয়া চালসহ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাই হাটের সন্নিকট থেকে উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, গত ৪ জুন পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মীর্জাপুর সরকারি খাদ্য গুদাম থেকে ১৫ মে. টন চাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্র-ট-১৩-১২৮৬) ঢাকার তেজগাঁও সিএসডি খাদ্য গুদামের উদ্দেশে যাত্রা করে।

কিন্তু ট্রাকটির চালক তেজগাঁও খাদ্য গুদামে না গিয়ে চাল আত্মসাতের উদ্দেশে ট্রাক নিয়ে উধাও হয়ে যায়। ট্রাকের চালক তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ করে রাখে।

এরপর ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হওয়ায় চাল পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠানের সন্দেহ হলে তারা পুলিশ প্রশাসনকে অবহিত করে। পুলিশ ট্রাকটি তল্লাশির জন্য বিভিন্ন থানায় অবহিত করে।

এরই সুত্র ধরে ফুলবাড়ী থানা পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার বারাই হাটের সন্নিকট থেকে ট্রাকটি চালসহ উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।