এমপির অনুষ্ঠানে না থাকায় ১৫ শিক্ষককে শোকজ


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১১ জুন ২০১৭

পবিত্র শব-ই-বরাতের ছুটির দিন বগুড়ার ধুনট ডিগ্রি কলেজ ভবনের বর্ধিতাংশের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় ১৫ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

কলেজের সভাপতি বগুড়া-৫ আসনের সরকার দলীয় এমপি হাবিবর রহমানের ওই অনুষ্ঠানে না থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুর রহমান ২৪ দিন পর গত ৬ জুন নোটিশে সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন। এতে শিক্ষকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন, সভাপতি এমপি হাবিবের নির্দেশেই তিনি এসব করেছেন।

শোকজ পাওয়া শিক্ষকদের কয়েকজন হলেন ইংরেজি বিভাগের শিক্ষক ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, বাংলা বিভাগের রেজাউল হক শান্তি, রসায়ন বিভাগের ফজিলাতুন্নেছা, বাংলার মুশাররত জাহান, অর্থনীতির কামরুন্নাহার, ইসলামের ইতিহাসের তরিকুল ইসলাম ও মার্কেটিং বিভাগের আবদুল আজিজ।

শিক্ষক টিআইএম নুরুন্নবী তারিক জানান, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য হাবিবর রহমান ধুনট ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি। গত ১৩ মে পবিত্র শব-ই-বরাতের ছুটি ছিল।

ওইদিন বেলা ১টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হঠাৎ নোটিশে জানান, কলেজের বর্ধিতাংশের ভিত্তিপ্রস্তর হবে। সেখানে এমপি উপস্থিত থেকে উদ্বোধন করবেন। এমপি নির্ধারিত সময়ে না আসা, অসুস্থ থাকা, সরকারি ছুটিসহ নানা কারণে তিনিসহ (তারিক) ১৫ জন শিক্ষক ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

২৪ দিন পর গত ৬ জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুর রহমান ১৫ শিক্ষককে কারণ দর্শাতে নোটিশ করেন। উপস্থিত না থাকার কারণ ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। এ ঘটনায় শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

টিআইএম নুরুন্নবী তারিক ও অন্য শিক্ষকরা বলেন, চাকরিবিধি অনুসারে ছুটির দিনে অনুপস্থিত থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাউকে শোকজ করতে পারেন না। সবাই শিগগিরই শোকজের জবাব দেবেন। এ ব্যাপারে তাকে (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) প্রশ্ন করলে তিনি বলেন, ম্যানেজিং কমিটির নির্দেশে করা হয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বক্তব্য নিতে তার সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে এমপি হাবিবর রহমানের পিএস মিলন বলেন, সংসদ অধিবেশন করে স্যার অসুস্থ তাই ফোন ধরতে পারছেন না।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।