নোয়াখালীতে অপহৃত স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ীতে অপহরণের ১৯ দিন পর ইব্রাহিম খলিল মহসিন (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার দেওটি ইউনিয়নের জগজীবনপুর এলাকার পরিত্যক্ত মুরগীর খামারের পিছনে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ইব্রাহিম খলিল মহসিন উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের প্রবাসী আবদুল কাদেরের ছেলে। সে স্থানীয় জাকিয়া মেমোরিয়াল কে জি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি হানিফুল ইসলাম জানান, গত ২৬ এপ্রিল ইব্রাহিম খলিল মহসিন নিখোঁজ হয়। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরবতীতে ৪/৫ দিন আগে মহসিনের মায়ের মোবাইলে একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে। বিষয়টি থানায় অবহিত করা হলে পুলিশ মোবাইল ফোন ট্যাকিং করে অপহরণকারী চক্রের সদস্য জগজীবনপুর গ্রামের ইসমাইলের ছেলে ওসমান (২২) ও পরে তার দেয়া তথ্য অনুযায়ী একই গ্রামের শাকিব (২৯)ঢাকার ইসলামবাগ থেকে বৃহস্পতিবার আটক করে।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা অপহরণ ঘটনার কথা স্বীকার করে। এছাড়া তাদের দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার বিকেলে জগজীবনপুর গ্রামের চৌধুরী বাড়ির পাশে একটি পরিত্যক্ত মুরগী খামারের পাশ থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
মিজানুর রহমান/এআরএ/পিআর