ঝড়ে দেয়াল চাপায় বৃদ্ধের মৃত্যু
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপায় আহত আজিজুল হক (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান তিনি।
শুক্রবার সন্ধ্যায় নির্মাণাধীন মসজিদের দেয়ালের নীচে চাপা পড়ে গুরুতর আহত হন উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের বাসিন্দা আজিজুল হক ও একই গ্রামের বদিউজ্জামানের ছেলে লিটন মিয়া (১০)।
প্রত্যক্ষদর্শী ও জনপ্রতিনিধিরা জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য স্থানীয় জামে মসজিদে যাচ্ছিলেন আজিজুল ও লিটন। এসময় হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া মসজিদের নির্মাণাধীন একটি দেয়ালের নীচে চাপা পড়ে আহত হন তারা।
পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান আজিজুল। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অমিত দাশ/এমজেড/আরআই