ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৩ জুন ২০১৭

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, হাজরাহাটি গ্রামের রাশেদ ফরাজির ছেলে এস্কেন্দার ফরাজি (৪৮) ও পাথরাইল গ্রামের মোহর মিয়ার ছেলে আল-জাবেদ (০৯ মাস)।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ এজাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মাওয়াঘাট থেকে ভাঙ্গাগামী একটি লোকাল বাস (ফরিদপুর-ব-১২২) ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেলে এ হতাহতের ঘটে।

তরুণ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।