রাজবাড়ীতে কৃষকের গুলিবৃদ্ধ মরদেহ উদ্ধার
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে মন্টু খাঁ (৪৫) নামে এক কৃষকের গুলিবৃদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত মন্টু ওই ইউনিয়নের তিরালীপারা আজিজ খাঁ`র ছেলে।
নিহতের বাবা জানান, মধ্যরাতের দিকে কে বা কারা আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। আর সকালেই স্থানীয় লোক মারফত জানতে পারলাম আমার ছেলের গুলিবৃদ্ধ মৃতদেহ পড়ে আছে পালের ডাঙ্গী মসজিদের পাশে। আমি আর কিছু বলতে পারছিনা।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার লোকজনের কাছে খবর শুনে পুলিশ ভোরে মৃতদেহটি উদ্ধার করে। মন্টুর শরীরে ২টি ও মাথায় ১টি গুলির চিহ্ন রয়েছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।
রুবেলুর রহমান/এমজেড/এমএস