ফরিদপুরে বজ্রপাতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪


প্রকাশিত: ০২:০০ পিএম, ১৮ জুন ২০১৭

ফরিদপুরের সদরপুরে বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সদরপুর উপজেলার আটকের চর ইউনিয়নের কুকারাম সরদারের ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেখ আরজান (৪৫), তার স্ত্রী আনেয়ারা বেগম (৩৫), মেয়ে বিথী আক্তার (১৪) ও প্রতিবেশী বিল্লাল মোল্লা (৪০)।

আটকের চর ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, নিহত চারজন বিকেলে বাড়ির পাশের মাঠে বাদাম তোলার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আররজান ও তার মেয়ে মারা যায়। নিহত আরজানের স্ত্রী ও প্রতিবেশী বিল্লালকে আহতাবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এস এম তরুণ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।