কিশোরগঞ্জে অস্ত্রসহ ৬ অপহরণকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৯ জুন ২০১৭

কিশোরগঞ্জে মোনায়েম খান মিথুন (২৬) নামে এক যুবককে অপহরণের অভিযোগে ছয় অপহরণকারীকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার রাতে খুলনা থেকে অপহৃত মিথুনকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করা হয়।

এ সময় অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের এক লাখ পাঁচ হাজার ৫০০ টাকাসহ একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি খালী ম্যাগজিন ও সাতটি মোবাইল সিম উদ্ধার করা হয়।

অপহৃত মিথুনের বাড়ি খুলনার ভাটিয়াঘাটা থানার ভাটিয়াঘাটা গ্রামে বলে র‌্যাব সদস্যরা জানিয়েছেন।

আটকরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সংসদ সদস্য মো. আফজাল হোসেনের শ্যালক ওমর ফারুক রাসেল (৩৫), কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে মো. সাঈদ ইবনে নূর শিহাব (২৯), বাজিতপুর থানার হাজি সাঈদুর রহমানের ছেলে মো. গোলাম কাউছার মন্টু (৩৮), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. রাকিবুল হাসান রাকিব (২০), বাজিতপুর থানার মুছা মিয়ার ছেলে মোঃ. মান্নান মিয়া (৩০) ও ভৈরব উপজেলার সাদেক পুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে সোহানুর রহমান ইছাক (১৯)। এ ব্যাপারে সোমবার বাজিতপুর থানায় একটি মামলা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, মোনায়েম খান মিথুন গত ৭ জুন একটি গাড়িসহ নিখোঁজ হন। তারপর তার বড় বোন ইয়াসমিন আক্তার জুলিয়েটের কাছে অপহরণকারীরা মোবাইল ফোনে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং মুক্তিপণের টাকা কিশোরগঞ্জের একটি ব্যাংক হিসাবে বা এসএ পরিবহনের মাধ্যমে পরিশোধ করতে বলা হয় তার বোনকে। টাকা না দিলে তার ভাইকে হত্যা করা হবে বলে অপহরণকারীরা তার বোনকে হুমকি দেয়। পরে তার বোন ভৈরব র‌্যাব সদস্যদেরকে গত ১৬ জুন ঘটনাটি জানায়।

এরপর পরিকল্পনা অনুযায়ী র‌্যাব সদস্যদেরকে অবগত করে তাদেরকে নিয়ে অপহরণকারী দলকে এসএ পরিবহনের মাধ্যমে ৭ লাখ টাকা পরিশোধ করতে যায় তার বোন। রোববার টাকা গ্রহণের সময় সংসদ সদস্যের শ্যালক মো. ওমর ফারুক রাসেল ও সাঈদ ইবনে নূরকে আটক করে ভৈরব র‌্যাব সদস্যরা। তাদের দুজনকে আটক করার পর তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত অপর চারজনকে রোববার গভীর রাতে আটক করা হয়।

র‌্যাব জানায়, অপহরণকারীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় চাদাঁবাজি, সন্ত্রাসসহ নানা অপরাধ করে যাচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন ভৈরব র‌্যাবের ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।